ডুবন্ত গাড়ি থেকে নারী চালককে উদ্ধারের ঘটনা ভাইরাল
প্রকাশ | ২০ মে ২০১৮, ১২:৫৯
চীনের শানদং প্রদেশের জিবো এলাকায় বন্যার পানিতে ডুবন্ত একটি গাড়ি থেকে এক নারী চালককে উদ্ধারের ঘটনা ভাইরাল হয়েছে।
চীনা সংবাদমাধ্যম পিপল’স ডেইলির টুইটারে এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশের পর তা ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
ভিডিওটিতে দেখা যায়, ডুবে যাওয়া ঐ গাড়িটির ছাদে বসে একজন কী করবেন বুঝতে পারছেন না। তাকে সাহায্য করতে সাঁতরে সেখানে পৌছান আরও দুজন। পরে গাড়ির জানালার কাঁচ ভেঙে ঐ নারী চালককে উদ্ধার করেন তারা। তবে কীভাবে গাড়িটি ওই পরিস্থিতিতে পড়ল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এভাবে অচেনা মানুষকে বাঁচাতে সাহায্য এগিয়ে আসার জন্য প্রশংসা পেয়েছেন ওই উদ্ধারকারীরা। টুইটারের ওই ভিডিও দেখে বিভিন্ন প্রশংসার মন্তব্যও করছেন অনেকেই।
গত ১৮ মে (শুক্রবার) এ খবরটি প্রকাশ করে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মানুষের বিপদে অচেনা মানুষের পাশে দাঁড়ানোর ঘটনা এটাই প্রথম নয়। এক দিন আগেও বন্যার পানিতে সড়কে ওপর আটকে পড়া শিশুদের প্রাণ রক্ষায় এক ব্যক্তির সহযোগিতার ভিডিও মানুষের হৃদয়কে ছুঁয়ে গেছে।