রাজকীয় বিয়ে দেখতে হাজারো মানুষের ভিড়

প্রকাশ : ১৯ মে ২০১৮, ১৪:৩১

জাগরণীয়া ডেস্ক

উইন্ডসরের সেন্ট জর্জেস চ্যাপেলের সামনে রাত জেগে হাজারো মানুষ অপেক্ষা করছেন। কারণ একটাই, রাজকীয় বিয়ে দেখা। ১৯ মে (শনিবার) স্থানীয় সময় দুপুর ১২টায়, বাংলাদেশ সময় বিকেল ৫টায় এ রাজকীয় বিয়ে অনুষ্ঠিত হবে।  প্রায় ১ হাজার ২শ’ সাধারণ মানুষ সাক্ষী হবেন রাজকীয় বিয়ের।

বিয়ে দেখতে শুধু ব্রিটেন নয়, সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ রাত জেগে অপেক্ষা করছেন ভেন্যুর সামনে।

অপেক্ষমান আগ্রহীদের উদ্দেশ্যে বর হ্যারি বলেন: তিনি ‘ভারমুক্ত’ অনুভব করছেন। আর মেগান নিজের অনুভূতি ‘অসাধারণ’ বলে উল্লেখ করে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

হ্যারি-মেগানের রাজকীয় বিয়ের ভেন্যু সাজিয়ে তোলা হয়েছে সাদা গোলাপ, পিওনি ও ফক্সগ্লোভস ফুল দিয়ে। এরই মধ্যে মেগানের বিয়ের পোশাক নিয়ে নানা জল্পনা-কল্পনা। রাজকীয় এই বিয়ের কেক নিয়েও চলছে মাতামাতি। হ্যারি ও মার্কেলের আদলে তৈরি হবে কেক।

বিয়েতে যোগ দেয়ার জন্য ৬শ’ জন অতিথিকে কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছে রাজপরিবার। শনিবার সন্ধ্যায় হবে হ্যারি ও মেগানের রিসেপশন। সেখানে থাকবেন ২শ’ অতিথি। এছাড়াও উইন্ডসর ক্যাসেলের মাঠে ১২শ’ সাধারণ অতিথি উপস্থিত থাকবেন। থাকবেন প্রিন্স হ্যারি এবং মেগানের ঘনিষ্টজনেরাও।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত