জীবনাবসান হল মহাশ্বেতা দেবীর
প্রকাশ | ২৮ জুলাই ২০১৬, ১৭:০০ | আপডেট: ২৮ জুলাই ২০১৬, ১৭:৩২
দীর্ঘ অসুস্থতার পর চলে গেলেন প্রখ্যাত সাহিত্যিক মহাশ্বেতা দেবী। বৃহস্পতিবার (২৮ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ৪টা ৪৫ মিনিটে জীবনাবসান হল মহাশ্বেতা দেবীর। ১৯৭৯ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার পেয়েছিলেন মহাশ্বেতা দেবী। অরণ্যের অধিকার উপন্যাসের জন্য পুরস্কার পান তিনি।
পদ্মশ্রী, পদ্মবিভূষণ, জ্ঞানপীঠ-সহ একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছেন সাহিত্যিক। বঙ্গবিভূষণ সম্মানেও সম্মানিত করা হয় তাঁকে।
প্রখ্যাত কবি মনীশ ঘটকের (যুবনাশ্ব) মেয়ে মহাশ্বেতার জন্ম ১৯২৬ সালে ঢাকায়। এখানেই লেখাপড়া। তবে দেশ-বিভাজনের পর চলে যান ভারতে। ভর্তি হয়েছিলেন শান্তিনিকেতনে। ইংরেজি সাহিত্যে এমএ করার পর অধ্যাপনা করেছিলেন। প্রখ্যাত নাট্যকার বিজন ভট্টাচার্যকে বিয়ে করেছিলেন তিনি। ঝাঁসির রানি লক্ষ্মীবাইকে নিয়ে প্রথম লিখে সবার নজরে আসেন। এরপর তিনি অসংখ্য গল্প-উপন্যাস লিখেছেন।