ভারতে ফের ধূলিঝড়, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০
প্রকাশ | ১৪ মে ২০১৮, ১৩:১৯
ভারতের উত্তরাঞ্চলের চারটি প্রদেশে তীব্র ধূলিঝড়ে মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৬০ জনে। আবহাওয়া অফিস থেকে বলা হয়, এই ধুলিঝড় আরও ভয়াবহ রূপ নিতে পারে।
১৩ মে (রবিবার) সন্ধ্যা থেকে এই ধূলিঝড় শুরু হয়ে এখনও চলছে।
টাইমস অব ইণ্ডিয়া জানিয়েছে, উত্তর প্রদেশে ৩৮ জন নিহত এবং প্রায় ৫০ জনের মত আহত হয়েছে। পশ্চিমবঙ্গে ১২ জন মারা গেছেন বলে এনডিটিভি জানিয়েছে। তবে অন্যান্য অঞ্চলে মৃতের সংখ্যা বাড়তে থাকায় হতাহতের প্রকৃত সংখ্যা এখনও জানা যায়নি।
রবিবার সন্ধ্যায় বৃষ্টিসহ ঝড় ও ঘন্টায় ৭০ কিলোমিটার বেগে ধূলিঝড়ের কথা আবহাওয়া পূর্বাভাসে বলা হয়। এরই মধ্যে গাছ পরে অনেক জায়গার বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। ইতোমধ্যে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দর থেকে ৭০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। বন্ধ আছে দিল্লি এবং এর আশেপাশের অভ্যন্তরীন ট্রেন এবং মেট্রো রেল সার্ভিস।