তিন গির্জায় আত্মঘাতী বোমা হামলায় ‘এক পরিবার’
প্রকাশ | ১৩ মে ২০১৮, ১৯:০৭
ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের সুরাবায়া শহরে ৩টি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় একই পরিবারের সদস্যরা জড়িত বলে জানিয়েছে দেশটির পুলিশ। এই হামলায় কমপক্ষে ১১ জন নিহত ও ৪০ জনের মতো আহত হয়েছেন।
বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়ায় সম্প্রতি জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। এর ধারাবাহিকতায় ১৩ মে (রবিবার) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে এই হামলা চালানো হয়।
ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই শহরে তিনটি বিস্ফোরণ মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ঘটেছে। একটি পরিবারের একজন মা তার দুই শিশু সন্তানকে নিয়ে একটি গির্জায় হামলা চালায় এবং সেই নারীর স্বামী ও তিনজন ছেলে সন্তান অন্য দুটি গির্জায় হামলা চালায় বলে জানিয়েছেন পুলিশ প্রধান টিটো কারনাভিয়ান। এছাড়া চতুর্থ আরেকটি গির্জায় হামলা হওয়ার আগেই তা ঠেকানো গেছে বলে জানিয়েছে পুলিশ।
ইতিমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি দল কথিত ইসলামিক স্টেট (আইএস)। ২০০৫ সালের পর দেশটিতে এটাই সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে উল্লেখ করা হচ্ছে।