যুক্তরাষ্ট্রে আশ্রয় মিললো আফগান বৈমানিক নিলুফারের
প্রকাশ | ০৪ মে ২০১৮, ১৫:০১
একাধিকবার সপরিবারে হত্যার হুমকি পাওয়ার পর অবশেষে যুক্তরাষ্ট্রে আশ্রয় পেতে যাচ্ছেন আফগান বিমান বাহিনীর প্রথম নারী পাইলট ক্যাপ্টেন নিলুফার রাহমানি। গত ৩০ এপ্রিল (সোমবার) আশ্রয় পাওয়ার ব্যাপারটি নিশ্চিত হয়েছে বলে নিলুফার এর আইনজীবী জানিয়েছেন।
নিলুফারের আইনজীবী কিম্বারলি মটলি বলেন, আফগান জঙ্গিদের কাছ থেকে তার মক্কেল হত্যার হুমকি পেয়েছেন। আত্মীয়-স্বজন, এমনকি আফগান কর্মকর্তারাও তার নিন্দা করেছেন। হুমকির কারণে তার পরিবার একাধিকবার বাসস্থান পরিবর্তন করেছে। এখন আফগানিস্তানে ফিরলে তাকে জীবন নিয়ে শঙ্কায় থাকতে হতো।
এদিকে আশ্রয় পাওয়ার পর ওয়াল স্ট্রিট জার্নালকে নিলুফার বলেন, ‘আমি সত্যিই খুব আনন্দিত। যারা আমার আশ্রয় পাওয়ার ক্ষেত্রে অবদান রেখেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এখন আমি আমার স্বপ্নের পেশায় ফিরতে চাই।’
নিলুফার জানিয়েছেন, বাণিজ্যিক বা মার্কিন বিমান বাহিনীর পাইলট হিসেবে তিনি উড়োজাহাজ চালনার কাজ চালিয়ে যেতে চান।
উল্লেখ্য, ২০১৩ সালে ২১ বছর বয়সে আফগানিস্তানের প্রথম নারী হিসেবে ফিক্সড-উইং পাইলট হন নিলুফার। ২০১৫ সালে প্রশিক্ষণের জন্য নিলুফার প্রথম যুক্তরাষ্ট্র সফর করেন। তারপর হুমকির মুখে ১৬ মাস আগে তিনি প্রথম যুক্তরাষ্ট্রে আশ্রয় চান।