৩০ থেকে ৩৫ বছর পর ঘুম ভাঙে পশ্চিমবঙ্গের: তসলিমা

প্রকাশ | ২২ মে ২০১৬, ১৯:১৩ | আপডেট: ২২ মে ২০১৬, ১৯:১৮

অনলাইন ডেস্ক

তসলিমা নাসরিন, বাংলাদেশের নির্বাসিত এই গুণী লেখক ভৌগোলিক ভাবে যে দেশেই থাকুন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাঁর বিভিন্ন পোস্ট বার বার বুঝিয়ে দেয়, মানসিক ভাবে তিনি দুই বাংলারই খুব কাছাকাছি রয়েছেন। সে হোক তাঁর জন্মভূমি বাংলাদেশ কিংবা ভারতের পশ্চিমবঙ্গ, দুই বাংলার যে কোনও বড় সামাজিক বা রাজনৈতিক ইস্যু নিয়েই ফেসবুকে মন্তব্য করতে দেখা যায় এ লেখককে।

সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে টানা ২য় বারের মতো ক্ষমতায় আসা মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস সম্পর্কে তিনি লিখেছেন - “পশ্চিমবঙ্গের মানুষ স্ট্যাটাস কুয়ো (স্থিতাবস্থা) পছন্দ করে। তিরিশ-পঁয়ত্রিশ বছর না গেলে জাগে না, পরিবর্তনও চায় না। অভ্যেস নেই।”

মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের সরকার ভোটের আগে ছিল নানা ঘটনায় পাহাড়সমান বিতর্কের মধ্যে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে বিরোধী শিবির মমতার দলের বিরুদ্ধে নারদা, সারদা কেলেঙ্কারিসহ বিভিন্ন প্রচারণা চালালেও তৃণমূল শিবিরে তা কোনো প্রভাবই ফেলতে পারেনি। 

বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মানুষের এই রায়কেই খোঁচা দিয়েছেন তসলিমা। এত বিতর্কিত সরকার এত গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরায় বাঙালি এ লেখক বিস্মিত। এর আগে নানা বিতর্ক উপেক্ষা করে বামফ্রন্ট টানা ৩৪ বছর ক্ষমতায় ছিল। তৃণমূলের ক্ষেত্রেও বাংলার ঘুম সহজে ভাঙবে না বলে মনে করছেন তসলিমা নাসরিন