রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের সহযোগিতা চান সু চি

প্রকাশ | ০১ মে ২০১৮, ১৯:০৭ | আপডেট: ০১ মে ২০১৮, ১৯:১০

অনলাইন ডেস্ক

যাচাই-বাছাইকৃত রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার প্রস্তুত বলে দাবি করেছেন দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চি। আর রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের আরো বেশি সহযোগিতা চান তিনি।

৩০ এপ্রিল (সোমবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ত্রিশ সদস্যের প্রতিনিধি দলের বৈঠকে তিনি এ কথা বলেন। বার্তা সংস্থা এপি বলছে, যাচাইকৃত রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হয়েছেন সু চি।  এছাড়া, রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের আরো বেশি সহযোগিতা চায় মিয়ানমার।

উল্লেখ্য, রোহিঙ্গা পরিস্থিতি পরিদর্শনে বাংলাদেশে দুই দিনের সফর শেষে মিয়ানমারে পৌঁছায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ত্রিশ সদস্যের প্রতিনিধি দল।  ত্রিশ সদস্যের ওই দলে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য দেশের পাশাপাশি রয়েছে অস্থায়ী সদস্য দেশগুলোরও প্রতিনিধিরাও।

অং সান সু চি ছাড়াও দেশটির সেনাপ্রধান, আইনপ্রণেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ মুখপাত্র স্টিফেন ডুজারিক।