ত্রিপুরায় বাংলা নববর্ষ পালন

প্রকাশ | ১৪ এপ্রিল ২০১৮, ১২:৪৮

অনলাইন ডেস্ক

ভারতে বাংলা নববর্ষ বাংলাদেশের এক দিন পর পালন করা হলেও বাংলাদেশের সঙ্গে তাল মিলিয়ে ১৪ এপ্রিল (শনিবার) বাংলা নববর্ষ পালন করা হচ্ছে আগরতলা ও গুয়াহাটি এবং বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে।

আগরতলায় মিশনের প্রাঙ্গণে স্থানীয় শিল্পীদের নিয়ে আয়োজন করা হয় বর্ষবরণের সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রভাতি সংগীতানুষ্ঠানের পাশাপাশি পিঠে-পুলি খাওয়ার বন্দোবস্তও করা হয়। কাল ভারতীয় বাঙালিরা পালন করবেন নববর্ষ। তাই পরপর দুদিন নববর্ষের আনন্দ উপভোগ করবেন এখানের বাঙালিরা।

আগরতলায় ডেপুটি হাইকমিশনার শাখাওয়াত হোসেন জানান, ‘এটা খুবই আনন্দের যে বাংলাদেশের পঞ্জিকা অনুসরণ করে এখানেও নববর্ষ পালন করা হয়। ফলে এখানের বাঙালিরা পরপর দুদিন পয়লা বৈশাখ উদ্‌যাপন করেন।’ তিনি সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।