প্রথমবারের মতো বাইসাইকেল প্রতিযোগিতায় সৌদি নারীরা

প্রকাশ | ১৩ এপ্রিল ২০১৮, ০০:৩২ | আপডেট: ১৩ এপ্রিল ২০১৮, ০০:৩৫

অনলাইন ডেস্ক

সৌদি আরবে পরিবর্তনের যে হাওয়া বইছে তাতে নতুন পালক যুক্ত করলো নারীদের জন্য আয়োজিত সাইকেল রেস প্রতিযোগিতা।

গত ১০ এপ্রিল (মঙ্গলবার) সৌদি আরবের জেদ্দায় ৪৭ জন সৌদি নারীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় নারীরা ১০ কিলোমিটার পথ অতিক্রম করে।  'বি অ্যাকটিভ' নামের একটি সামাজিক সংগঠন ওই সাইকেল রেসের আয়োজন করে। স্থানীয় সরকার ঐ সংগঠনটিকে এ ব্যাপারে যাবতীয় সহায়তা করে।

নতুন এ আয়োজনকে অনেকেই স্বাগত জানালেও রক্ষণশীলরা এ ঘটনার সমালোচনাও করেছেন।