পাকিস্তানে নারী পুলিশকে যৌন হয়রানি: ৩ কর্মকর্তা বরখাস্ত

প্রকাশ | ১০ এপ্রিল ২০১৮, ১৬:৪৯

অনলাইন ডেস্ক

পুলিশ বাহিনীর সদস্য হয়েও যৌন হয়রানির শিকার হয়েছেন পাকিস্তানের ইসলামাবাদ পুলিশ বিভাগের তিন নারী পুলিশ। এ ঘটনায় অভিযুক্তরা হলেন-  ইসলামাবাদ পুলিশের প্রধান কার্যালয়ের নিয়ন্ত্রক, ঐ একই কার্যালয়ের অপারেটর ও রিডার।

ঐ নারীদের অভিযোগের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, আমরা পুলিশ লাইনে যৌন হয়রানির শিকার হয়েছি। আমরা আশা করছি, প্রধান বিচারপতি স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করবেন। আমরা কোনো ধরনের দ্বিধা ছাড়াই সব ধরনের প্রমাণাদি জমা দিতে পারবো। অভিযুক্ত এ পুলিশ কর্মকর্তাদের পুলিশ লাইনস থেকে বরখাস্তের দাবিও জানান তারা। 

এদিকে পুলিশের ঐ নারী সদস্যদের লিখিত অভিযোগের সত্যতা পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্ত ঐ তিন পুলিশ কর্মকর্তাকে ইসলামাবাদ পুলিশ বিভাগ থেকে বরখাস্ত করা হয়েছে। গত ৯ এপ্রিল (সোমবার) এ সিদ্ধান্ত নেয় ইসলামাবাদ পুলিশ বিভাগ।