৩৫ বছর পর সৌদি প্রেক্ষাগৃহে সিনেমা দেখবেন দর্শকরা
প্রকাশ | ০৬ এপ্রিল ২০১৮, ০১:৪০ | আপডেট: ০৬ এপ্রিল ২০১৮, ০১:৪৪
আগামি ১৮ এপ্রিল থেকে সিনেমা দেখার জন্য উন্মুক্ত হচ্ছে সৌদি প্রেক্ষাগৃহ। ৩৫ বছর পর দেশটির রাজধানীসহ বিভিন্ন শহরে সিনেমাপ্রেমীরা হলে গিয়ে ছবি দেখার সুযোগ পাবেন। খবর আরব নিউজ।
ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান নতুন উদ্যোগগুলোর অংশ হিসেবে সৌদিদের জন্য উন্মুক্ত হচ্ছে সিনেমা হল।
গত ৪ এপ্রিল (বুধবার) আমেরিকান প্রযোজক সংস্থা এএমসির সঙ্গে সিনেমা সংক্রান্ত বিষয়ে চুক্তি করেছে সৌদি। এএমসি হলো প্রথম কোম্পানি যাদেরকে সিনেমা নির্মাণের অনুমতি দিল সৌদি আরব।
সৌদি আরবের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিনোদন খাতে আগামি ১০ বছরে ৪ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে সৌদি। ২০৩০ সালের মধ্যে দেশের বিভিন্ন শহরে ৩৫০টি সিনেমা হল এবং দুই হাজার ৫০০টি শো এর আয়োজন করা হবে। আগামি পাঁচ বছরে ১৫টি শহরে ৪০টি সিনেমা হল নির্মাণ করা হবে।
রক্ষণশীলতা থেকে বেরিয়ে বিনোদন খাত ঢেলে সাজাতে ব্যাপক পদক্ষেপ নিয়েছে সৌদি। বিশাল সাংস্কৃতিক কেন্দ্র, খেলা এবং বিনোদনের জন্য ‘আল ক্বাদিয়া’ নামে আলাদা একটি শহর তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে মুসলিম রক্ষণশীল এ দেশটি। আর এ কাজে অগ্রণী ভূমিকা পালন করছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। যদিও এসবের জন্য এরই মধ্যে রক্ষণশীল মুসলিমদের তোপের মুখে পড়েছেন প্রিন্স সালমান।