শিক্ষার্থী স্বল্পতায় সৌদিতে বন্ধ হচ্ছে ১০ হাজার স্কুল
প্রকাশ | ০১ এপ্রিল ২০১৮, ১৮:১৬ | আপডেট: ০১ এপ্রিল ২০১৮, ১৮:২১
শিক্ষার্থী স্বল্পতার কারণে আগামি শিক্ষা বছরের শুরুতে প্রায় দশ হাজার স্কুল বন্ধ করে দিচ্ছে সৌদি আরব।
৩১ মার্চ (শনিবার) সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদনে দেখা যায়, আগামী শিক্ষাবর্ষ থেকে এই বিপুল সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান একত্রীকরণ কিংবা বন্ধের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। বন্ধের পরিকল্পনার আওতায় আসা শিক্ষা প্রতিষ্ঠানের বেশিরভাগেই শিক্ষার্থীর সংখ্যা মাত্র ২০ জন। এসব প্রতিষ্ঠানে শিক্ষকদের সংখ্যাও চার থেকে ৬ জন।
এদিকে ২০১৪ সালের এক পরিসংখ্যা অনুযায়ী, সরকারি ২৪ হাজার স্কুলের মধ্যে ৯ হাজার ৫৫৩টি স্কুলের শিক্ষার্থী সংখ্যা শতকের নিচে। অথচ প্রতি শিক্ষার্থীর পিছনে বার্ষিক দুই লাখ সৌদি রিয়েল (বাংলাদেশি টাকায় প্রায় ৪৪ লাখ ২৫ হাজার) খরচ করে সরকার। এতে অর্থনৈতিক দিক দিয়ে লাভ তো দূরের কথা মন্দাই যেন দেখছেন কর্তৃপক্ষ।