চলে গেলেন মানবাধিকারকর্মী আসমা জাহাঙ্গীর
প্রকাশ | ১১ ফেব্রুয়ারি ২০১৮, ২১:১৪
পাকিস্তানের খ্যাতনামা আইনজীবী ও মানবাধিকারকর্মী আসমা জাহাঙ্গীর (৬৬) আর নেই। আজ ১১ ফেব্রুয়ারি (রবিবার) পাকিস্তানের লাহারে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।
আসমা জাহাঙ্গীরের পরিবার সূত্র জানায়, হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।
আসমা জাহাঙ্গীরের কন্যা মুনিজা জানান, তার অন্ত্যেষ্টিক্রিয়ার সময় শীঘ্রই জানিয়ে দেয়া হবে।
আসমা জাহাঙ্গীর একজন মানবাধিকার আইনজীবী এবং পাকিস্তান সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রথম নারী সভাপতি ছিলেন। পাকিস্তানের মানবাধিকার কমিশনের সহপ্রতিষ্ঠাতা ছিলেন তিনি।
২০০৭ সালে পাকিস্তানে আইনজীবীদের ঐতিহাসিক আন্দোলেন আসমা জাহাঙ্গীরের সক্রিয় ভূমিকার কারণে তাকে গৃহবন্দী করা হয়।
উল্লেখ্য, ১৯৫২ সালের জানুয়ারিতে লাহোরে জন্ম নেন আসমা জাহাঙ্গীর। কিনাইআর্ড কলেজ থেকে স্নাতক এবং পাঞ্জাব ইউনিভার্সিটি থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন তিনি। এরপর তিনি লাহোর হাইকোর্টে যোগ দেন। পাকিস্তানের গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকা অনন্য।