অক্সফোর্ডে ভর্তির দৌড়ে মেয়েরা এগিয়ে
প্রকাশ | ২৭ জানুয়ারি ২০১৮, ১৭:২১
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের হাজার বছরের ইতিহাসে এবারই প্রথম বিরল এক ঘটনা ঘটলো। ২০১৭ সালের শরত সেশনে ভর্তির দৌড়ে ছেলেদের চেয়ে এগিয়ে গেলো মেয়েরা।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে দ্য গার্ডিয়েন জানায়, বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্র্যাজুয়েট ক্লাশে ভর্তির সুযোগ পেয়েছে ১০৭২ জন মেয়ে শিক্ষার্থী। অপরদিকে, ছেলে শিক্ষার্থীর সংখ্যা সেখানে ১০২৫ জন।
বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র বিশ্ববিদ্যালয়ে মেয়েদের এই অগ্রসর যাত্রাকে একটা ‘ওয়েলকাম সাইন’ হিসেবে উল্লেখ করেন। উল্লেখ্য, ২০০০ থেকে ২০১১ সালের মধ্যে ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলোতে ১ লাখ ৯৭ হাজারের বেশি সংখ্যক মেয়ে শিক্ষার্থী এই ব্যাচেলর ডিগ্রি অর্জন করে। সেখানে, মাত্র ১ লাখ ৫৩ হাজার ২৩৫ জন ছেলে শিক্ষার্থী এই ডিগ্রি অর্জন করতে পেরেছে।
অথচ গত শতাব্দীতেও পাশ্চাত্যের বিশ্ববিদ্যালয়গুলোতে এ চিত্র ছিল বিরল। ১৯৭৪ সালে ব্রিটেনে ছেলেদের তৈরি কলেজগুলোতে মেয়েরা প্রথম পড়ার সুযোগ পায়। ৭০’র দশক এবং ৮০’ র দশকের শেষদিকে মেয়েদের জন্য উন্মুক্ত হয় সব বিশ্ববিদ্যালয়।