স্কার্ফ পরায় আদালত ছাড়তে হলো আইনজীবীকে
প্রকাশ | ২০ জানুয়ারি ২০১৮, ০১:২৮
অনলাইন ডেস্ক
ইতালির এক নারী আইনজীবীকে স্কার্ফ পরার কারণে আদালত থেকে বের করে দেয়া হয়েছে। আসমা বিলফিকির নামের ওই আইনজীবী স্কার্ফ পরে শুনানিতে গেলে বিচারক তাকে বের করে দেন।
আইনজীবী আসমাকে ওই আদালতের জজ নির্দেশে দেন, আদালতের কাজে অংশ নিতে চাইলে তিনি যেন হিজাব ও মাথায় রুমাল ব্যবহার না করেন।
আসমা মরক্কোর বংশোদ্ভূত। তিনি হিজাব মেনে চলাকেই প্রাধান্য দেন। বিচারপতির এই নির্দেশকে ইসলামবিদ্বেষী ও অপেশাদারসুলভ বলে প্রতিবাদ জানান তিনি।
প্রসঙ্গত, ওই আদালতের সামনে একটি নোটিশে লেখা আছে, কোনো ব্যক্তি আদালতের শুনানিতে অংশ নিতে চাইলে অস্ত্র বহন ও মাথা ঢেকে রাখা পোশাক পরতে পারবেন না।
সূত্র: আনসাডটআইটি