গর্ভপাত করাতে এসে ধর্ষণের শিকার
প্রকাশ | ২০ জুলাই ২০১৬, ১৯:১৩
অনলাইন ডেস্ক
উত্তর আমেরিকার দ্বীপরাষ্ট্র বাহামাসের একটি হাসপাতালে গর্ভপাত করাতে গিয়ে পুরুষ ডাক্তারের লালসার শিকার হতে হয় এক নারীকে।
ব্রিটেনের অনলাইন মেট্রোর খবরে বলা হয়, অভিযুক্ত ৪৭ বছর বয়সী ডাক্তার গেরাল্ড মার্ব ফর্বস ওই নারীকে ধর্ষণ করেন। এ ঘটনায় মামলা করা হয়।
ওই নারী জানান, প্রথম দিন ডাক্তার তাকে পরীক্ষার কথা বলে ডাক্তার তার যোনী ধরেন এবং তার সামনেই হস্তমৈথুন করেন। এর দুই সপ্তাহ পর ডাক্তার গেরাল্ডের কাছে গর্ভপাতের জন্য গেলে তাকে ধর্ষণ করে ওই ডাক্তার।
এক পুলিশ কর্মকর্তা ডাক্তার গেরাল্ডকে ঘটনা সম্পর্কে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি জানান, ঘটনা সম্পর্কে তার কিছু্ই বলার নেই। খবরে আরও বলা হয়, আদালতে মামলাটি এখনো চলছে।