ক্যালিফোর্নিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত ১৩

প্রকাশ : ১১ জানুয়ারি ২০১৮, ১৬:৩১

জাগরণীয়া ডেস্ক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন সান্তা বারবারার কাউন্টি শেরিফ বিল ব্রাউন। এ ঘটনায় আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে কমপক্ষে ১৬৩ জনকে, যাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। খবর বিবিসি, সিএনএন। 

৯ জানুয়ারি (মঙ্গলবার) ওই বন্যা আর ভূমিধসের কারণে ধসে পড়েছে ঘরবাড়ি। কাদাযুক্ত বন্যার পানি জমে আছে রাস্তায়, যার কারণে সড়কপথে চলাচল আপাতত বন্ধ রয়েছে।

অনেকেই পানির কারণে বিভিন্ন স্থানে আটকে আছেন। এমন আটকে থাকা অর্ধশত ব্যক্তিকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়েছেন উদ্ধারকর্মীরা। আর এক হাজারের বেশি স্থানীয় বাসিন্দা আগেভাগেই শহর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

মার্কিন গণমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় মন্টেসিটো শহর। এই শহরেই সবচেয়ে বেশি হতাহত হয়। ভূমিধসের পর রাস্তায় কাদাপানির পাশাপাশি বড় বড় পাথর পড়ে থাকতে দেখা গেছে।

দেশটির পুলিশ জানিয়েছে, অঞ্চলটিকে বিশ্বযুদ্ধের যুদ্ধক্ষেত্রের মত লাগছিল।

প্রসঙ্গত, সম্প্রতি কয়েকদিন আগেও ভয়াবহ দাবানলে পুড়েছে ক্যালিফোর্নিয়ার এই অঞ্চল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত