ইসরায়েলি সেনাকে লাথি মারা তরুণীর জামিন
প্রকাশ | ০৭ জানুয়ারি ২০১৮, ১৪:৫৪
ফিলিস্তিনের ২০ বছর বয়সী সাহসী তরুণী নূর তামিমি। ইসরায়েলের দুজন সেনাকে গত মাসে লাথি, চড় মেরে আলোচনায় আসেন। নূর তামিমি আল কুদস ইউনিভার্সিটিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করছেন।
গেল বছর ডিসেম্বরে নূর ও তার চাচাতো বোন আহেদ তামিমি চড়-থাপ্পড়সহ ইসরায়েলি সেনাদের লাথি মেরেছিলেন। অধিকৃত পশ্চিম তীরে দুজন সেনাকে হয়রানির পর আটক হয়েছিলেন তারা। নূরের মাকেও আটক করেছিল ইসরায়েলি সেনারা। বর্তমানে তারা জামিনে ছাড়া পেয়েছেন।
১৫ ডিসেম্বর সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে ভাইরাল হয়। নূরের বাড়ির সামনে গিয়ে ইসরায়েলি সেনারা বাগবিতণ্ডায় জড়ালে চড় এবং লাথি মারেন নূর।
শুক্রবার নূরের বাবা নাজিম তামিমি বার্তা সংস্থা এএফপিকে বলেন, এক হাজার চার শ ডলারের মাধ্যমে তাদের জামিন করিয়ে নেওয়া হয়েছে।
নুর তামিমকে প্রতি শুক্রবার বিকেলে ইসরায়েলের পুলিশ স্টেশনে গিয়ে স্বাক্ষর করে আসতে হবে।
তামিমির বিরুদ্ধে অভিযোগ, ইসরায়েলি সেনাদের দায়িত্ব পালনে বিঘ্ন ঘটিয়েছেন নূর। আগামী ১২ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। এই মামলা ছাড়া আরও ১২টি অভিযোগ করা হয়েছে নূরের বিরুদ্ধে। সেনাদের শারীরিকভাবে নির্যাতন, পাথর নিক্ষেপের মতো মামলাও রয়েছে। তার মায়ের বিরুদ্ধে করা হয়েছে পাঁচটি মামলা।