কানাডার বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ
প্রকাশ | ০৭ জানুয়ারি ২০১৮, ১৪:৫২ | আপডেট: ০৭ জানুয়ারি ২০১৮, ১৬:৪০
কানাডার টরেন্টো বিমানবন্দরের রানওয়েতে দু’টি বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে। ৫ জানুয়ারি (শুক্রবার) ঘটে যাওয়া ওই দুর্ঘটনায় একটি বিমানের লেজে আগুন ধরে যায়। এসময় আতঙ্কিত আরোহীরা জরুরি পথ দিয়ে বিমান থেকে নেমে পড়ে।
জানা যায়, টরেন্টোর পিয়ারসন অন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনাটি ঘটে। বিমানবন্দরটিতে পাঁচ মাসের মধ্যে এনিয়ে দ্বিতীয়বারের মতো দুর্ঘটনা ঘটল। ভিডিও ফুটেজে সানউইংয়ের বিমানের লেজে আগুন জ্বলতে দেখা গেছে।
ওয়েস্ট জেট কোম্পানির পক্ষ থেকে টুইটারে বলা হয়, ওয়েস্ট জেট নিশ্চিত করছে যে বোয়িং ৭৩৭-৮০০ ডব্লিউএস২৪২৫ বিমানটি ১৬৮ যাত্রী ও ছয় ক্রু নিয়ে কানকুন থেকে টরেন্টো পিয়ারসনে যাওয়ার জন্য উড্ডয়নের জন্য অপেক্ষা করছিল। এ সময় সানউইংয়ের একটি বিমান পেছন থেকে এটাকে ধাক্কা দেয়।’
এ ঘটনায় কেউ আহত হয়েছে কিনা তা উল্লেখ না করে আরও বলা হয়, যাত্রীদেরকে নিরাপদে টার্মিনাল দিয়ে সরিয়ে নেয়া হয়েছে।