পাকিস্তানে অনার কিলিংয়ের বলি নাজিরান
প্রকাশ | ০৫ জানুয়ারি ২০১৮, ১৬:৫৪ | আপডেট: ০৫ জানুয়ারি ২০১৮, ১৭:০০
There is no honor in killing- এ প্ল্যকার্ড নিয়ে হাজারো মানুষের দীর্ঘদিনের আন্দোলন চললেও পাকিস্তানে বন্ধ হয়নি অনার কিলিং। বরং ঘটে যাওয়া এসব ঘটনার খুব কম সংখ্যকই গণমাধ্যমে উঠে আসে।
৫ জানুয়ারি (শুক্রবার) পাকিস্তানের গণমাধ্যমের বরাতে জানা যায়, অনার কিলিং এর শিকার হয়ে প্রাণ হারিয়েছেন পাকিস্তানের সিন্ধু প্রদেশের ঘোটকি এলাকার নায়ি ওয়াহি গ্রামের নাজিরান এবং তার হবু বর।
পুলিশের বরাত দিয়ে গণমাধ্যমেটি জানায়, বিয়ের আগে লুকিয়ে গল্প করার সময় নজিরান আর তার হবু বরকে দেখে ফেলেন নজিরানের মামা। আর তাতেই দুজনকে উদ্দেশ্য করে গুলি ছুড়লেই ঘটনাস্থলে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে।
দ্য হিউম্যান রাইটস কমিশন ফর পাকিস্তান বলছে, গত কয়েক বছরে দেশটিতে ৬৫০টি অনার কিলিংয়ের ঘটনা ঘটেছে, যা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে মূল সংখ্যা আরো বেশি হতে পারে।