ভারতে ৫৩ শতাংশ শিশু যৌন নির্যাতনের শিকার
প্রকাশ | ২৮ ডিসেম্বর ২০১৭, ১৮:১৬
অনলাইন ডেস্ক
ভারতে ৫৩ শতাংশেরও বেশি শিশু এক বা একাধিক ধরনের যৌন নিপীড়নের শিকার হয়।
সম্প্রতি ভারত সরকারের একটি সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। রাজ্যসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হানসরাজ অহির বলেন, ১৩টি রাজ্যের ১৩ হাজারেরও বেশি শিশুকে নিয়ে ২০০৭ সালে শিশু নির্যাতনের উপর একটি গবেষণা পরিচালনা করে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়।
অংশগ্রহণকারী শিশুদের মধ্যে ২১.৯০ শতাংশ ভয়াবহ যৌন নিপীড়নের শিকার হয়েছে আর ৫০.৭৬ শতাংশ অন্য কোনো যৌন হয়রানির মধ্য দিয়ে গেছে। এর মধ্যে ৫০ শতাংশ নির্যাতনকারীরাই বাচ্চাদের পরিচিত, ঘনিষ্ঠজন।