x

এইমাত্র

  •  বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ ৭২ লাখ ২৪ হাজার ৮৮৫ জন
  •  বিশ্বে করোনায় মোট মারা গেছেন ৫ লাখ ৫৭ হাজার ৪৯১ জন
  •  গত ২৪ ঘন্টায় করোনায় নতুন সংক্রমিত ২৯৪৯ জন, মৃত ৩৭ জন
  •  করোনা-বন্যায় পুষ্টিহীনতার আশঙ্কায় চরাঞ্চলের গর্ভবতী ও নবজাতক
  •  সাহারা খাতুন আর নেই

প্রেমিককে সাথে নিয়ে নিজ মেয়েকে খুন

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১৭, ০০:৩৬

জাগরণীয়া ডেস্ক

মা ও তার প্রেমিককে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলেছিল ছয় বছরের মেয়েটি। আর তার ফলাফল দিতে হল জীবন দিয়ে। ঘটনাটি ঘটেছে ভারতের পূর্ব দিল্লিতে। 

জানা যায়, স্বামী ঠেলা গাড়ি চালাত। নেশাও করত সব সময়। আর সেই কারণে সব সময় বাসায় থাকত না সে। আর সেই সুযোগে ওই নারীর সম্পর্ক গড়ে উঠে অন্য আরেকজনের সাথে। ঘটনার দিনও প্রেমিক আসে তার বাড়িতে। প্রেমিকের সাথে সময় কাটানোর জন্য মেয়েকে দোকানে পাঠান নারী। তবে শিশুটি দোকান থেকে ফিরে এসে মাকে তার প্রেমিকের সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখে বাবাকে বলে দেওয়ার হুমকি দেয়।

এরপর প্রেমিকের সাথে মিলে ছয় বছরের মেয়েটির গলাকেটে হত্যা করে মা। তারপর লাশ ছাদে রেখে আসে। রক্ত, জামা কাপড় সবকিছু পরিষ্কার করে ফেলে সে। যেন কিছুই হয়নি। এরপর প্রতিবেশীদের কাছে গিয়ে বলতে থাকে মেয়েকে খুঁজে পাচ্ছে না। তবে শেষ রক্ষা হয়নি। 

পুলিশে খবর দেওয়া হলে তারা এসে তদন্ত করতে গিয়ে ওই নারীর কল লিস্ট খুঁজে দেখেন, একটি নম্বরে দীর্ঘ সময় ধরে চলে কথাবার্তা। তারপর ফোনের ওই পারের লোকটিকে জেরা করতেই চলে আসে আসল ঘটনা। পুলিশ আটক করেছে দুজনকেই। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত