ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র ব্যর্থ
প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০১৭, ১৭:২৭
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে-কে হত্যার একটি পরিকল্পনা যুক্তরাজ্যের পুলিশ নস্যাৎ করেছে বলে স্কাই নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। পুলিশ বলছে- অত্যাধুনিক বিস্ফোরক দিয়ে লন্ডনের ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে বিস্ফোরণ ঘটিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগে মে-র ওপর হামলা ও তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল।
যুক্তরাজ্যের মেট্রোপলিটন পুলিশ ৫ ডিসেম্বর (মঙ্গলবার) সন্ত্রাস দমন আইনে দুই যুবককে আটকের কথা জানিয়েছে।
কাউন্টার টেররিজম ইউনিট ২৮ নভেম্বর (বৃহস্পতিবার) নাইমুর জাকারিয়া রহমান ও মোহাম্মদ আকিব রহমানকে আটক করে বলে বিবৃতিতে জানায় পুলিশ।
ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ ও বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। তবে হত্যার পরিকল্পনার বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।
আটক নাইমুর উত্তর লন্ডনে ও আকিব দক্ষিণ-পূর্ব বার্মিংহামের বাসিন্দা।
স্কাই নিউজের খবর বলা হয়- ৫ ডিসেম্বর (মঙ্গলবার) যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই ফাইভের প্রধান অ্যান্ড্রু পার্কার প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনার বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করেছেন।