পড়তে না পারায় শিশুকন্যাকে হত্যা করলো পিতা
প্রকাশ | ১৪ জুলাই ২০১৬, ০০:২৫
কতোটা অমানবিক হলে এমনটা সম্ভব! ছোট্ট শিশুদের পড়াশোনায় ভুল করা তো অত্যন্ত স্বাভাবিক বিষয়। আর তাই বলে হত্যা! হ্যাঁ, এমনটা নির্মম ও নৃশংসতা দেখালো ভারতের মহারাষ্ট্রের এক পিতা।
মাত্র ৬ বছরের শিশুকন্যা ভারতী। বেলাপুর গ্রামের জেলা পরিষদ স্কুলে প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল সে। গত ৯ জুলাই (শনিবার) রাতে দিনমজুর সঞ্জয় কুটে মেয়েকে পড়াতে বসেন। মেয়েকে ১ থেকে ১৫ পর্যন্ত গুনতে বলে সঞ্জয়। এ সময় ভারতী ১১, এরপর ১২ বাদ দিয়ে ১৩ বলে। এতে ক্ষিপ্ত হয়ে সঞ্জয় মেয়ের গালে চড় দেয়। ভারতী কান্না শুরু করলে তার গলায় পেঁয়াজ ঢুকিয়ে দেয় সে। পেঁয়াজটি গলায় আটকে যাওয়ার পর জ্ঞান হারিয়ে ফেলে ভারতী। পরে তাকে বাজাজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সোমবার রাতে সঞ্জয়ের স্ত্রী থানায় গিয়ে পুলিশকে ব্যাপারটি জানান। মঙ্গলবার তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ৯ জুলাই আওরাঙ্গাবাদ জেলার বেলাপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে বুধবার টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে।