জাপানে অগ্নিকাণ্ডে ৫ শিশু ও এক নারীর মৃত্যু
প্রকাশ | ০৭ অক্টোবর ২০১৭, ১৪:৩৯
জাপানে অগ্নিকাণ্ডে পাঁচ শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে। ওই পরিবারের প্রধান ইচ্ছাকৃতভাবে এ আগুন ধরিয়ে দেয় বলে ধারণা করা হচ্ছে।
জাপানের বার্তা সংস্থা জিজি প্রেসের খবরে বলা হয়, টোকিও’র প্রায় ১শ’ কিলোমিটার উত্তরে হিটাচি নগরীর একটি অ্যাপার্টমেন্ট থেকে পুলিশ পাঁচটি লাশ উদ্ধার করেছে। ৬ অক্টোবর (শুক্রবার) আগুন নিয়ন্ত্রণে আনার পর এসব লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এছাড়া ওই অ্যাপার্টমেন্ট থেকে আশংকাজনক অবস্থায় এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে পরে সেখানে শিশুটি মারা যায়। এসব শিশুর বয়স ছিল তিন থেকে ১১ বছরের মধ্যে।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ সূত্রের বরাত দিয়ে জিজি প্রেসের খবরে বলা হয়, ৩০ বছর বয়সের এক ব্যক্তি কর্তৃপক্ষকে বলেছে যে সে ওই অ্যাপার্টমেন্টে আগুন ধরিয়ে দিয়েছে। সে এ পাঁচ শিশুর বাবা বলে ধারণা করা হচ্ছে।