ফের জাপানের উপর দিয়ে উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র
প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৬:০৬
তিন সপ্তাহের কম সময়ে জাপানের উপর দিয়ে ফের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। আন্তর্জাতিক মহলের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবারও জাপানের উপর দিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া।
১৫ সেপ্টেম্বর (শুক্রবার) স্থানীয় সময় সকাল ৭ টা ১৬ মিনিটে ছোড়া ক্ষেপণাস্ত্রটি উত্তর-পূর্ব জাপানের হোক্কাইডো প্রদেশের উপর দিয়ে উড়ে গিয়ে সমুদ্রে পড়েছে বলে জানায় বিবিসি।
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি প্রায় ৭৭০ কিলোমিটার উপরে উঠে এবং ১৯ মিনিটে ৩৭০০ কিলোমিটার পথ পাড়ি দেয়। গত ২৯ আগস্ট উত্তর কোরিয়ার ছোড়া একটি ক্ষেপণাস্ত্র জাপানের একই অঞ্চল দিয়ে উড়ে গিয়ে প্রশান্ত মহাসাগরে পড়েছিল।
উত্তর কোরিয়ার এ ধরণের বেপরোয়া কর্মকাণ্ড ‘কখনও মেনে নেওয়া হবে না’ বলে ক্ষোভ প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।
এক বিবৃতিতে তিনি বলেন, যদি উত্তর কোরিয়া এই পথে চলা অব্যাহত রাখে তবে তাদের ভবিষ্যৎ অন্ধকার। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনও নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছেন।
তিনি চীন ও রাশিয়ার উপর এর দায় চাপিয়ে বলেন, উত্তর কোরিয়ার বেশিরভাগ জ্বালানি তেলের যোগান দাতা চীন। আর দেশটির অধিকাংশ শ্রমিকের কর্ম সংস্থানের ব্যবস্থা করেছে রাশিয়া।