সাংবাদিক গৌরী লঙ্কেশ খুন
প্রকাশ | ০৬ সেপ্টেম্বর ২০১৭, ০১:৩২
ভারতের প্রখ্যাত সাংবাদিক এবং লঙ্কেশ পত্রিকার এডিটর গৌরী লঙ্কেশকে গুলি করে খুন করল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিকারীরা।
৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যার পর বেঙ্গালুরুর রাজরাজেশ্বরীনগরে গৌরী লঙ্কেশের বাড়িতে ঢুকে তাকে গুলি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। কন্নড় শিক্ষাবিদ তথা সাহিত্যিক এম এম কালবুর্গিকে যে ভাবে খুন করা হয়েছিল, ঠিক সেই ধাঁচেই খুন করা হল গৌরী লঙ্কেশকে।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বাড়ির ভিতরে ঢুকে খুব কাছ থেকে পর পর তিন বার গুলি করা হয়েছে গৌরী লঙ্কেশকে। ঘটনাস্থলেই তিনি পড়ে যান এবং অল্প ক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
উল্লেখ্য, গৌরী লঙ্কেশ কর্নাটকের বিভিন্ন পত্র-পত্রিকায় লিখতেন। বরাবরই তিনি হিন্দু কট্টরবাদের তীব্র সমালোচক ছিলেন। তাই কালবুর্গির মতো লঙ্কেশও কট্টরবাদীদের হাতেই খুন হলেন বলে অনেকে মনে করছেন। তবে কারা খুন করেছে, তা এখনও পুলিশের কাছে স্পষ্ট নয়।