নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৮
প্রকাশ | ১৬ আগস্ট ২০১৭, ২২:৪৭
নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে মঙ্গলবার গৃহহীন মানুষের একটি আশ্রয় শিবিরে আত্মঘাতী বোমা হামলায় ২৮ জন নিহত ও ৮২ জন আহত হয়েছে। তিন নারী এসব আত্মঘাতী বোমা হামলা চালায়। জঙ্গি বিরোধী স্থানীয় মিলিশিয়া বাহিনীর প্রধান ইব্রাহিম লিমান এ হামলার খবর নিশ্চিত করেছেন।
জিহাদিদের বিরুদ্ধে লড়াইরত স্থানীয় প্রতিরক্ষা বাহিনীর সদস্য বাবা কুরা বলেন, বর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরি থেকে ২৫ কিলোমিটার দূরে মান্দারারি শহরে এ হামলা চালানো হয়।
কুরা আরো জানান, আইডিপি (অভ্যন্তরীণভাবে গৃহহীন হয়ে পড়া মানুষ) আশ্রয়কেন্দ্রের বাইরে তিন নারী এসব শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ২৮ জন নিহত ও ৮২ জন আহত হয়। প্রথম হামলাকারী তার শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটালে সেখানে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুরা আরো জানান, প্রথম বিস্ফোরণটি ঘটার পর যখন মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে তাদের দোকানপাট বন্ধ করার চেষ্টা করছিল তখন অপর দুই নারী আত্মঘাতী হামলাকারী তাদের শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। আর এতেই অধিকাংশ লোক হতাহত হয়। ৮০ জনের বেশি আহত লোককে মাইদুগুরি হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে হাসপাতাল সূত্র জানায়, এ ঘটনায় আহত বহু সংখ্যক মানুষকে হাসপাতালে আনা হয়েছে।
উল্লেখ্য, নাইজেরিয়ায় বোকো হারাম জিহাদি গ্রুপ সক্রিয় রয়েছে।