হিমাচল প্রদেশে ভূমিধসে নিহত ৪৮
প্রকাশ | ১৫ আগস্ট ২০১৭, ০২:৩৫
ভারতের হিমাচল প্রদেশে ভূমিধসে রাষ্ট্র নিয়ন্ত্রণাধীন দুটি বাস খাদে পড়ে কমপক্ষে ৪৮ জন নিহত হয়েছে। বেশ কয়েকজন আহত হন। মান্ডির কোটরূটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে রাজ্যের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
হিমাচল পুলিশের ডিজি পীযূষ গোয়েল জানিয়েছেন, হিমাচল প্রদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের দুটি যাত্রীবাহী বাস ১৩ আগস্ট (রবিবার) ভোরে মান্ডি পাঠানকোট জাতীয় সড়কের উপর কুত্রোপিতে ধসে চাপা পড়ে। একটি বাস চাম্বা থেকে মানালি যাচ্ছিল। ওই বাসে ছিলেন ৪৭ জন যাত্রী। অপর বাসটি মানালি থেকে কাটরা যাচ্ছিল যাতে ছিলেন অন্তত ৮ যাত্রী।
মৃতের সংখ্যা ৫০ ছাড়াতে পারে আশঙ্কা করছে প্রশাসন। চাম্বার ডেপুটি পুলিশ কমিশনার সন্দীপ কদম জানান, ভূমিধসের ধাক্কায় বাস দুটি ছিটকে প্রায় ৮০০ মিটার গভীর খাদে পড়ে যায়। মানালি থেকে কাটরাগামী বাসের চেসিস উদ্ধার করা গেলেও এখনও চাম্বা থেকে মানালিগামী বাসটি খাদ থেকে তোলা সম্ভব হয়নি।