মিসরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪১
প্রকাশ | ১৪ আগস্ট ২০১৭, ১৯:৫৮
অনলাইন ডেস্ক
মিসরের উত্তরাঞ্চলের উপকূলীয় শহর আলেক্সান্দ্রিয়ায় যাত্রীবাহী দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৪১ জন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২০ জন।
স্থানীয় সময় ১১ আগস্ট (শুক্রবার) এই দুর্ঘটনা ঘটে বলে মিসরের স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে বিবিসি।
এ দুর্ঘটনার জন্য দেশটির পরিবহনমন্ত্রী হিশাম আরাফাত মনুষ্যসৃষ্ট কারণকেই দুষছেন।
ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। একইসঙ্গে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলা হয়েছে সরকারের পক্ষ থেকে।
মিসরের পরিবহন ব্যবস্থার দুরবস্থা নিয়ে মানুষের ক্ষোভ এ দুর্ঘটনার পর আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।