বাংলাদেশে গোয়েন্দা তৎপরতা চালাবে ইতালি ও জাপান
প্রকাশ | ০৪ জুলাই ২০১৬, ২১:৩২
ঢাকার গুলশানে জঙ্গি হামলায় ইতালীয় ও জাপানি নাগরিকসহ ২০জন নিহতের ঘটনার পর বাংলাদেশে সমন্বিত কূটনৈতিক ও গোয়েন্দা তৎপরতা পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ইতালি ও জাপান।
সোমবার (৪ জুলাই) ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইতালির পররাষ্ট্রমন্ত্রী পাওলো জেনতিলিনি ও জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমো কিসিদার টেলিফোন আলাপ করে এ সিদ্ধান্ত নেন।
এতে বলা হয়, ৪ জুলাই সকালেই ইতালির পররাষ্ট্রমন্ত্রী ও জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফোনালাপ হয়। টেলিফোনে তারা গত ১ জুলাই ঢাকায় হলি আর্টিসান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার প্রসঙ্গ নিয়ে আলাপ করেন। ওই হামলায় ইতালির ৯ এবং জাপানের ৭ নাগরিক নিহত হওয়ার ঘটনায় তারা উদ্বেগ প্রকাশ করেন। আলাপে তারা সিদ্ধান্ত নেন ঢাকায় উদ্ভুত পরিস্থিতিতে ইতালি ও জাপান বাংলাদেশে সমন্বিত কূটনৈতিক ও গোয়েন্দা তৎপরতা চালাবে।
এ ছাড়া আলাপে তারা জি-৭ দেশগুলোর মধ্যে যৌথ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে সহযোগিতা আরও দৃঢ় করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।