নবান্ন আবারো মমতার হাতে

প্রকাশ : ১৯ মে ২০১৬, ১৪:৩৫

জাগরণীয়া ডেস্ক

ভারতের ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) সকাল থেকে এসব রাজ্যের ফল ঘোষণা শুরু হয়। গত ৪ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত বেশ কয়েক দফায় পশ্চিমবঙ্গ, কেরালা, আসাম, তামিলনাড়ু এবং পুদুচেরি রাজ্যে নির্বাচন হয়।

তবে বাংলাদেশের আগ্রহ প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গের ওপরেই।

বৃহস্পতিবার (১৯ মে) সকাল বিধানসভা ভোটের ফলাফল ঘাসফুলের (তৃণমুল) দিকেই ঝুঁকেছে। পশ্চিমবঙ্গের মসনদে আবারো তৃণমুলের শাসন প্রতিষ্ঠা করেছে। ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে এগিয়ে আছে মমতার তৃণমুল। আর অন্যদিকে বিরোধী সিপিএম-কংগ্রেস জোটের নেতাদের চোখে-মুখে হতাশার ছাপ দেখা যাচ্ছে। 

২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে প্রকাশিত কেন্দ্রের ফলাফল এর তৃণমুলের ২১১টি, সিপিএম-কংগ্রেস জোট ৭৫টি, বিজেপি ৪টি এবং অন্যান্য ৪টি।
এদিকে নবান্নের দখল ধরে রাখা সুনিশ্চিত হতেই বাংলার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।  রাজ্যে শান্তি বজায় রাখার ডাক দিলেন তিনি। একা লড়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেই মমতার ঘোষণা, রাজ্যে বিজয়োৎসব চলবে ৩০ মে পর্যন্ত।

মমতা বলেছেন, ‘জয়ের পথে রয়েছি, এতে পুনরায় কাজের সুযোগ সৃষ্টি হলো। এই জয়ে দায়বদ্ধতা বেড়ে গেলো; দায়িত্ব বেড়ে গেলো। বাংলাকে শ্রেষ্ঠ বাংলায় পরিণত করাই এখন আমার মূল কাজ। সেইসঙ্গে চাই সব প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক দৃঢ় করতে, এর মাধ্যমে আমরা আমাদের নিজস্ব সম্পর্ক আরও বাড়িয়ে তুলতে পারি’।

গত পাঁচ বছর সরকার যে ঢালাও উন্নয়ন করেছে রাজ্যে, তার জন্যই এই বিপুল জয়, বললেন মমতা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত