কাবুলে ইরাকি দূতাবাসের কাছে আত্মঘাতী বোমা হামলা
প্রকাশ | ৩১ জুলাই ২০১৭, ১৬:৩৩
আফগানিস্তানের রাজধানী কাবুলে ইরাকি দূতাবাসের কাছে একটি পুলিশ কম্পাউন্ডে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তা কর্মকর্তারা।
বার্তা সংস্থা রয়টার্স পুলিশের এক মুখপাত্রের বরাতে জানিয়েছে, ৩১ জুলাই (সোমবার) সকালে ওই বোমা বিস্ফোরণের পর থেকে অন্যান্য হামলাকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুক লড়াই চলছে।
অপরদিকে বিবিসি কাবুলে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটেছে এবং এরপর থেকে গুলিবর্ষণের শব্দ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে।
শহরের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শও ই নওয়া এলাকায় ইরাকি দূতাবাসের কাছে গোলাগুলির ঘটনাটি ঘটছে বলে পুলিশের বরাতে জানিয়েছে তারা।
চলতি বছর তালেবান ও তথাকথিত ইসলামিক স্টেটের জঙ্গিরা কাবুলে বেশ কয়েকটি প্রাণঘাতী হামলা চালিয়েছে।
সূত্র: বিবিসি