জার্মানিতে নাইট ক্লাবে গোলাগুলি, নিহত ২
প্রকাশ | ৩০ জুলাই ২০১৭, ১৮:২৯
অনলাইন ডেস্ক
জার্মানির কনস্ট্যানসের একটি নাইট ক্লাবে গোলাগুলিতে হামলাকারী এবং একজন ডোরম্যান নিহত হিয়েছে। ওই ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।
৩০ জুলাই (রবিবার) ভোর সাড়ে ৪টা ম্যাক্স-স্টরমায়ার সড়কের গ্রে নাইটক্লাবে এ ঘটনা ঘটে।
হামলাকারীর পরিচয় বা তার উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো ধারণা পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে দক্ষিণাঞ্চলীয় শহর কনস্ট্যানসে এক লোক ওই নাইট ক্লাবে ঢুকে স্বয়ংক্রিয় পিস্তল থেকে গুলি শুরু করে। এ সময় ভেতরে থাকা অতিথিরা লুকিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। তবে নাইট ক্লাবের একজন ডোরম্যান ওই হামলাকারীকে ঠেকাতে গিয়ে গুলিবিদ্ধ হন।
এক পর্যায়ে পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হন ওই বন্দুকধারী। সে সময় একজন পুলিশ সদস্যও আহত হন।
সূত্র: বিবিসি