জাপানের পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

প্রকাশ | ২৮ জুলাই ২০১৭, ১৭:৪৫

অনলাইন ডেস্ক

জাপানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী তোমোমি ইনাডা পদত্যাগ করছেন। 

ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসির খবরে জানিয়েছে, দেশটির ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শিনজো আবের বেশ ঘনিষ্ঠ এই নারী বিতর্কিত শান্তিরক্ষা স্থাপনার তথ্য ফাঁসের অভিযোগে পদত্যাগ করেছেন। যদিও জাতীয়তাবাদী এই নারী নেত্রীকে শিনজো আবের কর্মকাণ্ডকে ছড়িয়ে দেওয়ার মূল কাণ্ডারি বলে অভিহিত করা হতো।

জানা যায়, ৫৮ বছর বয়সী ইনাডার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রধানমন্ত্রী আবের নজরে আসায় এবং দেশটির অনেকেই এর বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই তিনি পদত্যাগে বাধ্য হয়েছেন। তাকে ভবিষ্যৎ জাপানের প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করা হতো। তিনি ২য় নারী যিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।