৭ গ্রামবাসীকে হত্যা করলো তালেবান জঙ্গিরা

প্রকাশ | ২৩ জুলাই ২০১৭, ১৬:৩৩ | আপডেট: ২৩ জুলাই ২০১৭, ১৬:৩৫

অনলাইন ডেস্ক

আফগানিস্তানে অপহরণের পর অন্তত ৭ জন গ্রামবাসীকে মেরে ফেলেছে তালেবান জঙ্গিরা। আফগানের কান্দাহার প্রদেশে বহু গ্রামবাসীকে অপহরণের পর জঙ্গিরা এই হত্যাকাণ্ড ঘটায়।

দেশটির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে যে, এখন পর্যন্ত তালেবানের হাতে আরও ডজনখানেক গ্রামবাসী বন্দী রয়েছে। এ সপ্তাহের প্রথমার্ধে তাদের কান্দাহার প্রদেশ থেকে অপহরণ করে নিয়ে যায় তালেবান জঙ্গি গোষ্ঠীর সদস্যরা।

তবে তাদের মধ্য থেকে ৩০ জনের মতো ব্যক্তি পালিয়ে আসতে সক্ষম হলেও আরও ৩০ জন আটক রয়েছেন বলে জানানো হয়েছে। 

অপরদিকে, জাতিসংঘের এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, ২০১৭ সালের শুরু থেকে এপর্যন্ত তালেবানের হাতে অন্তত ১৬শ’ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। যা অতীতের যেকোনো সময়ের রেকর্ড ছাড়িয়ে গেছে।