চীনে প্রবল বর্ষণে নিহত ৮
প্রকাশ | ১৬ জুলাই ২০১৭, ১২:২০
অনলাইন ডেস্ক
চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশে প্রবল বর্ষণের ফলে আটজন নিহত ও একজন নিখোঁজ রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ১৫ জুলাই (শনিবার) বার্তা সংস্থা সিনহুয়াকে একথা জানায়।
প্রাদেশিক বন্যা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানায়, ১৩ জুলাই (বৃহস্পতিবার) ও ১৪ জুলাইয়ের (শুক্রবার) টানা বর্ষণ জিলিন প্রদেশের মধ্যাঞ্চল এবং পূর্বাঞ্চলের প্রায় ১ লাখ ২০ হাজার লোককে বাসস্থান ত্যাগে বাধ্য করে। এছাড়া ইয়ংজি কাউন্টিতে রেকর্ড- ভাঙ্গা বৃষ্টিপাতে পাঁচজন মারা যায়।
এই বৃষ্টিপাত ১৩ কাউন্টির প্রায় ৩ লাখ ২০ হাজার মানুষের ব্যাপক ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এবং বহু বাড়িঘর, রাস্তাঘাট ও ব্রিজ-কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র: সিনহুয়া