নারী চালকদের হাতে ডাক বিভাগের গাড়ির চাবি
প্রকাশ | ০৯ এপ্রিল ২০১৭, ১৯:৫৮
দেশে চিঠিপত্র ও পার্সেল পৌঁছে দিতে উনিশটি নতুন গাড়ির দশটিতে নারী চালক নিয়োগ দিয়েছে ডাক বিভাগ।
৯ এপ্রিল (রবিবার) ডাক ভবন চত্বরে নারী চালকদের হাতে মেইল গাড়ির চাবি তুলে দেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
ডাক বিভাগের ‘ডাক পরিবহন ব্যবস্থা শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় নতুন ১১৮টি যানবাহনের ২০ শতাংশে নারী চালক থাকবেন বলে জানান প্রতিমন্ত্রী।
তারানা হালিম বলেন, যানবহনগুলো একনেকে অনুমোদনের পর দ্রুত যেন চলে আসে তার জন্য তাগাদা দিচ্ছিলাম। এগুলো ডাক বিভাগের জন্য প্রধানমন্ত্রীর নববর্ষের উপহার। প্রকল্পের আওতায় ২০ শতাংশ নারী চালক নিয়োগ দেওয়ার নির্দেশনা ছিল বলে জানান প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে জানানো হয়, ডাক বিভাগের সড়কপথে নিজস্ব পরিবহন না থাকায় ভাড়া বা চুক্তির মাধ্যমে ডাক পরিবহন করতে হচ্ছে। এ প্রকল্পের মাধ্যমে বাণিজ্যিক পার্সেল ও লজিস্টিক পরিবহন ব্যবস্থার প্রবর্তন হবে।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, ডাক বিভাগ মহাপরিচালক সুশান্ত কুমার মন্ডলসহ কর্মকর্তারা বক্তব্য রাখেন।