৩৫তম বিসিএসের গেজেট প্রকাশ

প্রকাশ : ০৪ এপ্রিল ২০১৭, ১০:৫৫

জাগরণীয়া ডেস্ক

৩৫তম বিসিএসের গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ২ হাজার ৭৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে। 

জনপ্রশাসন মন্ত্রণালয় ২ এপ্রিল (রবিবার) বিকেলে ওই গেজেট প্রকাশ করে। 

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড.মো.মোজাম্মেল হক খান স্বাক্ষরতি গেজেটে জানানো হয়, উত্তীর্ণ প্রার্থীদের ২ মে চাকরিতে যোগ দিতে হবে।

২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় দুই বছর লাগার পর ২০১৬ সালের ১৭ আগস্ট চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ যাচাইয়ের পর দীর্ঘ আটমাস নিয়োগের অপেক্ষায় ছিলেন বিসিএস উত্তীর্ণরা। এদিকে, চূড়ান্ত ফলাফলে ২ হাজার ১৭৪ জনকে নিয়োগের সুপারিশ করেছিল পিএসসি। এর মধ্যে সরকার ২ হাজার ৭৩জনকে নিয়োগ দিয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত