মেয়াদ বাড়লো সিনিয়র সচিব সুরাইয়ার

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০১৭, ০০:২৩

জাগরণীয়া ডেস্ক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগমকে এক বছরের চুক্তিতে একই দপ্তরের সিনিয়র সচিব নিয়োগ দিয়েছে সরকার।

সুরাইয়া বেগমের অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিল করে আগামি ১ ফেব্রুয়ারি বা যোগদানের তারিখ থেকে সিনিয়র সচিব নিয়োগ দিয়ে বুধবার (২৫ জানুয়ারি) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

গত ৯ জানুয়ারি জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি পান সুরাইয়া বেগম।

জনপ্রশাসনের কর্মকর্তাদের জন্য ২০১২ সালের ৯ জানুয়ারি জ্যেষ্ঠ সচিব পদ চালু করে সরকার। মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিবের পরেই জ্যেষ্ঠ সচিবদের অবস্থান। বর্তমান বেতন কাঠামোতে মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রী ‍মুখ্য সচিব এবং জ্যেষ্ঠ সচিবদের জন্য বিশেষ স্কেল রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত