‘সুন্দরী সব্জি বিক্রেতা, একজন অনুপ্রেরণা’
প্রকাশ | ০৩ নভেম্বর ২০১৬, ১২:৫৪
এবার ইন্টারনেটে সাড়া ফেলল নেপালের এক সুন্দরী। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তাঁর ছবি ভাইরাল হয়ে গিয়েছে। ছবিতে সব্জির ঝুড়ি পিঠে ওই সুন্দরীকে দেখা যাচ্ছে।
ইন্টারনেটে শুধু সৌন্দর্য নয়, তাঁর কঠোর পরিশ্রমের তারিফ করছেন নেটিজেনরা। এই পেশা বেছে নেওয়ায় তাঁর প্রশংসা ঝরে পড়ছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিতে। অনেকের চোখেই তিনি এখন অনুপ্রেরণা।
ওই তরুণীর ছবি প্রথম পোস্ট করেছিলেন রূপচন্দ্র মহারাজন নামে নেপালেরই এক বাসিন্দা। গোর্খা ধান্ডা এলাকায় ওই তরুণীর ছবি তোলা হয়। সেই ছবি এখন ‘হ্যাশট্যাগ ইন্সপিরেসন’ –এ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ছবিতে ক্যাপশন- ‘সুন্দরী সব্জি বিক্রেতা, একজন অনুপ্রেরণা’।
ওই তরুণীর পরিচয় এখনও জানা যায়নি। রূপচন্দ্রর দাবিও অবশ্য সঠিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
কয়েকদিন আগেই পাকিস্তানের ইসলামাবাদের সানডে বাজারের এক চা-বিক্রেতার ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল। নীল চোখের এই সুদর্শন চা-বিক্রেতার নাম আর্শাদ খান।
সূত্র : এবিপি