চট্টগ্রামে শুরু হচ্ছে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের মেলা
প্রকাশ | ২৪ এপ্রিল ২০১৯, ১৩:৩৫ | আপডেট: ২৪ এপ্রিল ২০১৯, ১৩:৪৩
অনলাইন ডেস্ক
চট্টগ্রামে শুরু হচ্ছে তিনদিনব্যাপী উন্মুক্ত ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের মেলা ‘ঈদ এক্সট্রাভ্যাগেনজ’।
আগামী ২৫ এপ্রিল থেকে চট্টগ্রাম নগরের পেনিনসুলার ডালিয়া হলে এ মেলা অনুষ্ঠিত হবে।
২৩ এপ্রিল (মঙ্গলবার) চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়। মেলায় দুবাইয়ের ১টি, ঢাকার ৬টিসহ মোট ৪৭টি স্টল নিয়ে আয়োজন রাখা হয়েছে।
মেক-আপ শেক-আপ’র স্বত্বাধিকারী জুহি চৌধূরী এক লিখিত বক্তব্যে বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে ক্ষুদ্র নারী ব্যবসায়ী এবং অনলাইন ভিত্তিক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত নারী উদ্যোক্তাদের উৎসাহ দেয়া এবং বাণিজ্যিকভাবে তাদের লাভবান করতেই এ মেলার আয়োজন করা হয়েছে।