x

এইমাত্র

  •  ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে ১৮ জন করোনায় আক্রান্ত
  •  ২০ মিনিটে করোনা টেস্টের ট্রায়াল শুরু যুক্তরাজ্যে
  •  গত ২৪ ঘন্টায় করোনায় নতুন সংক্রমিত ১৬৯৩ জন, মৃত্যু ২৪
  •  বিশ্বে করোনায় মোট মারা গেছেন ৩ লাখ ৩৪ হাজার ৯৯৭ জন
  •  বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ ২০ লাখ ৯৪ হাজার ১৪৩ জন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)’র বোর্ড সদস্য হলেন রুমানা

প্রকাশ : ২৩ নভেম্বর ২০১৮, ১৩:১৪

জাগরণীয়া ডেস্ক

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) বোর্ড সদস্য মনোনীত হলেন রুমানা নাসরীন। এই প্রথম কোন নারী সিডিএ’র বোর্ড সদস্য হিসেবে মনোনীত হলেন।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় প্রণীত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।  প্রজ্ঞাপনে বলা হয়, ৩১ অক্টোবর ২০১৮ থেকে ৩০ অক্টোবর ২০২১ তারিখ পর্যন্ত তিন বছরের জন্য রুমানা নাসরীনকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

রুমানা নাসরীনের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া পৌরসভা ৬নং ওয়ার্ডে। তিনি চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। রুমানা নাসরিনের বাবা প্রয়াত মুজিবুল মাওলা একজন বীমাবিদ হিসেবে সুপরিচিত ছিলেন। তিনি রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে নিয়োজিত রেখেছেন।    

 একই প্রজ্ঞাপনে রুমানা নাসরিনসহ ৬ জনকে নিয়োগ দিয়েছে সিডিএ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত