প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রায় ৪২ হাজার পদ শূণ্য
প্রকাশ | ০৯ জুলাই ২০১৮, ১৭:৪৮
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে শূন্য পদের সংখ্যা ৪১ হাজার ৮৬৯টি, যা মোট ফাঁকা পদের সাড়ে ১৪ শতাংশ।
৯ জুলাই (সোমবার) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
সরকারি দলের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দীন নাছিমের প্রশ্নের জবাবে মন্ত্রী সরকারের ৫৬টি মন্ত্রণালয় ও বিভাগের শূন্য পদের সংখ্যা তুলে ধরেন। মন্ত্রী বলেন, বর্তমানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে শূন্য পদ ২ লাখ ৯০ হাজার ৩৮৪টি। এর মধ্যে সবচেয়ে বেশি পদ শূন্য রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে।
এছাড়া স্বাস্থ্য বিভাগে ৩৪ হাজার ৯২৩টি, জননিরাপত্তা বিভাগে ২৮ হাজার ৩৫০টি, রেলপথ মন্ত্রণালয়ে ১৫ হাজার ৫২৫টি, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ১৩ হাজার ১৫৫টি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ১২ হাজার ৮৩৭টি পদ শূন্য রয়েছে।