প্রাথমিকের নিয়োগে একই যোগ্যতায় নারী-পুরুষ
প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩২
অনলাইন ডেস্ক
নারীদের শিক্ষাগত যোগ্যতা ন্যুনতম স্নাতক বা সমমানের ডিগ্রি নির্ধারণ করে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
১৮ ফেব্রুয়ারি (রবিবার) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাথমিকভাবে জানা গেছে, মার্চে আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের নতুন সার্কুলার। নতুন সার্কুলারে এ যোগ্যতা চাওয়া হতে পারে।
উল্লেখ্য, বাংলাদেশে ৬৩ হাজার ৮৬৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। যার অর্ধেকেরও বেশি শিক্ষক হচ্ছেন নারী। পুরুষ প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং নারীদের ক্ষেত্রে বর্তমানে এইচএসসি পাস রয়েছে।