প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা মার্চে, নতুন বিজ্ঞপ্তি
প্রকাশ | ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ০১:০২
স্থগিত থাকা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামি মার্চে অনুষ্ঠিত হবে। সেই সাথে শূণ্য পদের বিপরীতে আবারো বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপপরিচালক (নিয়োগ) একেএম সাফায়েত আলম বলেন, মার্চের শেষ দিকে স্থগিত থাকা সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘পুল’ ও ‘প্যানেলভুক্ত’ শিক্ষকদের মামলা সংক্রান্ত জটিলতায় আটকে যায় ২০১৪ সালের ৯ ডিসেম্বর জারি করা বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ। ১০ হাজার পদের জন্য স্থগিত থাকা নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষাই মার্চে অনুষ্ঠিত হবে। সেই সাথে নতুন করে আরো প্রায় ১০ হাজার সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশ করা হবে।
উল্লেখ্য, সহকারী শিক্ষকের প্রায় ১৭ হাজার এবং প্রধান শিক্ষকের আরো প্রায় ২০ হাজার পদ বর্তমানে পদ শূন্য রয়েছে।