ক্যারিয়ারের উন্নতিতে মেনে চলুন ৬ নীতি
প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:২৫ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৩৯
কাজের চাপ সবসময়ই থাকবে। তবুও একটু গুছিয়ে, কিছু সহজ টিপস অনুসরণ আপনিও করে নিতে পারেন আপনারে ক্যারিয়ারে উন্নতি-
১. নিজেকে করে তুলুন চ্যালেঞ্জিং। নতুন স্কিল শেখার ব্যাপারে আগ্রহী হোন। কমফোর্ট জোন থেকে বেরিয়ে নিজের স্বাচ্ছন্দের বাইরে গিয়েও কাজ করুন।
২. যদি নির্দিষ্ট সংখ্যক একটি নির্দিষ্ট টাইম মিনিটের মধ্যে আপনাকেই শেষ করতে হয়। তবে গড়িমসি না করে সময়ের কাজ সময়েই শেষ করার চেষ্টা করুন।
৩. কাজ শেষ করার চেয়েও জরুরি গুছিয়ে কাজ করা। সেক্ষেত্রে একটি প্ল্যান মেনে চলুন। পরের দিনের কাজের লিস্ট আগেই বানিয়ে নিন এবং নিজেকে মেইল করে দিন। সে অনুযায়ি কাজ করুন।
৪. কাজের সময় অহেতুম ম্যাসেজিং বা ফেসবুক টুইটারে ঘোরাঘুরি করবেন না, এতে মনযোগ ব্যাহত হয়।
৫. সহকর্মীদের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং একই সাথে আইডিয়া শেয়ার করুন। অনেক সময় অনেক জটিল সমস্যাও শেয়ার করার পরে সহজ হয়ে যায়।
৬. নিজের কাজের গঠনমূলক সমালোচনাকে ইতিবাচক হিসেবে নিন আর নিজেকে সে অনুযায়ি পদক্ষেপ নিন। এতে আপনারই উপকার হবে।