কুয়েতে গৃহকর্মীর ন্যুনতম বেতন হবে ১৫ হাজার টাকা
প্রকাশ | ১৫ জুলাই ২০১৬, ১৭:৪০
কুয়েতে নারী গৃহকর্মীদের ন্যুনতম বেতন নির্ধারণ করে দিয়েছে সরকার। এখন থেকে মাসে একজন নারী গৃহকর্মীকে কমপক্ষে ৬০ কুয়েতি দিনার বেতন দিতে হবে, বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ ১৫ হাজার ৬০০ টাকা প্রায়। এছাড়া নির্ধারিত সময়ের বেশি কাজ করালে গৃহকর্মীকে দিতে হবে বাড়তি ভাতা। খবর খালিজ টাইমসের।
বৃহস্পতিবার কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ খালেদ আল সাবাহ ন্যুনতম বেতন সংক্রান্ত নির্দেশনায় সই করেন।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে কুয়েতই প্রথম গৃহকর্মীদের ন্যুনতম বেতন ঠিক করে দিল। হিউম্যান রাইট ওয়াচসহ মানবাধিকার সংগঠনগুলো এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা কুয়েতের মতো করে ন্যুনতম বেতন নির্ধারণে অন্যান্য আরব দেশের প্রতি আহ্বান জানিয়েছে।
উল্লেখ, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কয়েক লাখ নারী গৃহকর্মী হিসেবে কাজ করে। এদের বেশিরভাগই দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের দরিদ্র নারী। কোনো আইনী বাধ্যবাধকতা না থাকায় এদের বড় অংশই ন্যুনতম মানবাধিকার থেকে বঞ্চিত। অনেক নিয়োগকর্তা ঠিকমতো বেতনও দেয় না। সম্প্রতি একটি মানবাধিকার সংস্থা ওমানের কিছু প্রবাসী নারী গৃহকর্মীর সাক্ষাতকারভিত্তিক একটি প্রতিবেদন প্রকাশ করে। তাতে প্রবাসী নারী গৃহকর্মীদের করুণগাঁথা উঠে আসে; এদের অনেকেই ঠিকমতো বেতন পায় না, কেউ কেউ আবার যৌন হয়রানির শিকার।
গৃহকর্মীদের কাজের সর্বোচ্চ সময় বেঁধে দেওয়া হয় ১২ ঘণ্টা। এরচেয়ে বেশি সময় কাজ করালে তার জন্য বাড়তি ভাতা দিতে হবে আন্তর্জাতিক গণমাধ্যমে ওই প্রতিবেদনটি ব্যাপকভাবে প্রচারিত হয়। তাতে বিশ্বব্যাপী সাড়া পড়ে যায়। ওই রিপোর্ট প্রকাশের একদিনের মাথায় কুয়েত গৃহকর্মীদের ন্যুনতম বেতন ও অন্যান্য অধিকারের বিষয় উল্লেখ করে একটি আদেশ জারি করে।
আদেশে গৃহকর্মীদের কাজের সর্বোচ্চ সময় বেঁধে দেওয়া হয় ১২ ঘণ্টা। এরচেয়ে বেশি সময় কাজ করালে তার জন্য বাড়তি ভাতা দিতে হবে।
গৃহকর্মীরা একদিন সাপ্তাহিক ছুটি পাবেন। এছাড়া বছরে বেতনসহ ছুটি মিলবে আরও ৩০ দিন। আর চুক্তি শেষে প্রতিবছরের জন্য এক মাসের বেতনের সমপরিমাণ আর্থিক সুবিধা দিতে হবে।
উল্লেখ, কুয়েতেপ্রায় ৬ লাখ গৃহকর্মী রয়েছে, যাদের সবাই প্রবাসী। অন্যান্য দেশ মিলিয়ে মধ্যপ্রাচ্যে প্রায় ২৪ লাখ মানুষ গৃহকর্মী হিসেবে কাজ করে। দেশগুলোতে বিদ্যমান সাধারণ শ্রম আইন এই গৃহকর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।