ইউনিসেফের নির্বাহী বোর্ডের প্রেসিডেন্ট রাবাব ফাতিমা

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০২০, ১৫:৫৫ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২০, ২৩:১০

অনলাইন ডেস্ক

ইউনিসেফের নির্বাহী বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা। এই দায়িত্ব পাওয়ায় এখন থেকে শিশুদের উন্নয়ন ও অধিকার সুরক্ষায় জাতিসংঘে কৌশলগত দিকনির্দেশনা দিতে পারবে বাংলাদেশ।

শিশুদের অধিকার সুরক্ষায় কাজ করে থাকে ইউনিসেফ, যা জাতিসংঘেরই একটি সংস্থা। নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউনিসেফের নির্বাহী বোর্ডের নির্বাচন শেষে প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশের নাম ঘোষণা করা হয়।

নির্বাচিত হয়ে নিজের নেতৃত্বের প্রতি আস্থা রাখায় সবাইকে ধন্যবাদ জানান রাবাব ফাতিমা। শিশুদের কল্যাণ সাধন, উন্নয়ন ও অধিকার সুরক্ষায় নিবেদিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

সম্প্রতি জাতিসংঘে বাংলাদেশ মিশনে স্থায়ী প্রতিনিধি হিসেবে রাবাব ফাতিমা যোগ দেন। এর আগে ২০১৯ সালে রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ইউনিসেফের নির্বাহী বোর্ডে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

সংস্থাটির ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে মরক্কো, লিথুয়ানিয়া ব্রাজিল এবং সুইজারল্যান্ড।